=
শীতে'র তাড়পানো- আছে, যার দেহে?
সেই বুঝে- কতো শীতে, কতো ক্ষয়ে!
এই যে- ন-ধর, আ-ধর বিপত্তি-গুলো-তে,
যাদের আদর মনে, বিলুপ্ত হতো- সাদরে?
তারা- নিজেদের নিয়ে মত্ত, সুখে'র গোমরে!
দিক বিবর্তনে'র কোনো- ধারা নেই মনুষত্বে!
আমাদের স্বার্থপরতা-খচিত জীবনাস্বাদনে!
তাই ভাগ্য-লিপি-তে, যার যেমন জুটে, সে ভুগে তেমনে!!
=


রচনা- সময়- ১১-০১-২০১৯
=