=
বিদ্রোহের আকাশে একচিলতে রোদ ছিলো ধুমকেতু।
জন্ম যার ধুমকেতু নজরুলের কার্নিশ জিতু।
বিশ শতকের বাইশ হতে তেইশে বত্রিশ পর্বের
অবিসংবাদিত বার্তাবিধি।
ভারতের স্বাধীনতা বিরুদ্ধ শক্তির কোমর ভাঙ্গা জবাবলিপি।


ধুমকেতুর আবির্ভাব ধুমকেতুকে সালভর জেল খাটায়
তার শত্রুনাশা বর্ণমালায়।
নয়া ভারতের রূপকথার সামিল ধুমকেতুর পালায়।
শতবর্ষে ধুমকেতু জন্মগাঁথা বন্ধ দুয়ার খোলার হেতু।
বাংলার উর্ধ্বগগনে নবধারায় নবধ্যানে জুড়ে থাকুক ধুমকেতু।
=
ম. প্র. (২৮-১০-২০২২)
=