=
ফুলে'র ভাই'- এর নাক ফাটিয়েছে, প্রেমিক ৷
স্যরি' পল্টি নেয়- দঙ্গলে, জৈবতা'র খোরাকে ৷
ভালোবাসা এগোয়- দুঃখে'র ছায়া হয়ে, নিরবে ৷


হৃদয়ে'র এ-পারে ও-পারে, স্রোতে'র নিত্য মিল, অ-মিল ৷
এক-বাঁকে ঢেউ, আরেক-বাঁকে আছে, অথবা- নেই কেউ ৷
ফুলে'র বিয়ে হয়, উড়ে যায়- কাঁটা-তারে'র বেড়া'র পর ৷
প্রেমিক কষ্ট-কে সঙ্গ দেয়, সাথে রুহ্ পায়- নতুন ফুলে'র ৷


ফুলে'র জায়গা নেয়-না, ফুল বাগান'- এর রাত-দিন হয়েও ৷
হারানো ফুল ফিরে আসে, আগ্রা'র তাজ-মহল'-এর কাছে ৷
প্রেম'- এর গভীর বুনন- সুতোয় গিট বেঁধে দেয়, চিরো-তরে ৷৷
=


ম. প্র. (১৭-০৩-২০২১)
=