=
গন্ধ শুকে শুকে এসে বসতে, দক্ষিণা হয়ে-
সব গোপন গল্পে'র স্বাদ নিয়ে'ই,
যে- বিভোর হলে৷  
চিত্র-নাট্য দেখা'র লোভ নয়৷  
রংয়ে'র ভূমি-কে নবো সাজে সাজা-তে,
ব্যাকুল হয়ে আসতে৷
আমি পালা-বদলে'র নাবিক নই, যে-
ডুব সাতারে, ঝিনুক কুড়িয়ে,
জলে'র উপর পা- তুলে, দাঁড়াবো৷
আচরণ অভিব্যক্তি আশ্বাস অথবা- বিশ্বাস-
কোনো-টা'ই আমার অন্তর্ধানে'র বাহিরে, ছিলো-না৷
মদে আসক্তে'র ঘুম ভাঙ্গে৷
তোমার পিতলে'র একক স্বপ্নে'র ঘুম-
ভাঙ্গানো'র দোপাট্টা আমি উড়াই-নি৷
মত্ত হওয়া- নেশা'র শিল্প-কলা প্রয়োগে'র,
কারুকার্যতা-তো আমার কম্পাটমেন্টে ছুড়লে, হবে-না৷
স্বপ্ন বিকলে'র অনুযোগও আমার ঝুলি-তে৷
জানি-না, সে পর্ব- জারি রাখবে, কতো-কাল?
মন জামাই করা'র কৌশল-
বিরক্তে'র চরিত্র নয়, এ কথা- সত্যি৷
চিন্তায় সারবে-না, এমন কিছু-তো হতে, পারে-না৷৷
=


রচনা-সময়- ০২/১২/২০১২
=
মার্জিত রূপ সংস্করণে
=