=
শোনার গানগুলো মরিচিকা পাঠান কেন্দ্রভুলে
গলা নামানো ড্রোনগুলো পাকাপোড়া
সবুজাভ পথগুলোয় মানবের পথ হাঁটে না
চতুরতায় ভ্রমরের ঘুম কেড়ে নেয় অপ্রার্থীত
তবু গানগুলো কালের জয়ে
শিরোপা জমায় ।


আগন্তুক নম্রস্বরে গেয়ে যায় আবিশ্যিক খামের দস্তায়
পুরোনো দরজায় নির্বলা দাঁড়িয়ে থাকার নস্টালজিয়ায়
মধ্যবর্তী তৃষ্ণায় বেড়ে ওঠে কিংবদন্তি প্রাচ্যের টানেল
পাশ্চাত্য হতে সীমার বেকাবু প্যানেল ছোঁয়ার ভিনসেল
যখন স্বদেশী ভ্রু লটকানো থাকে
লত্তিহীন লাট্টুর ঘূর্ণিটানায় ।
=
ম. প্র. (২৬-০৩-২০২২)
=