=
তোর গ্রহণে'র সাথে,
আমার গ্রহণে'র এক-টা তারতম্য-
যদিও থাকে?
তবুও গ্রহণ-তো, গ্রহণ'ই৷
তুই শুধু- প্রমোদ দিস,
উড়তে দেয়া- সম্পর্ক হাওয়ায়৷
নাটাই-টা থাকুক-না, হাত ছাড়া৷
বিপদে'র সংকেতে,
যে- যখন পারে,
তুলে নিবো, তুলে নিবি৷
শুধু- অ-হেতুক ডিগবাজি নিস-না,
কথা'র দাওয়ায়৷
চলতে চলতে,
একদিন তুইও পেয়ে যাবি-
প্রকৃতে'র দেখা৷
আমি যার- প্রকৃতি৷
তোর হুরমুর থাকে যদিও,
তবু তোর, গ্রহণে'র দাবি- অনেক৷
পলে পলে, ভরে যাবে-
কখনো কখনো খায়েস৷
কেবল- অমাবস্যা জুড়িস-না,
সম্পর্কে'র মালভূমি-তে৷
তুই, তুই হয়ে থাকিস-
সারা-দিন-মান জুড়ে৷৷
=


রচনা-সময়- ০৩-১১-২০১৮
=