=
জীবিকা অনলে- পুড়ে খাক,
রহিতব্য সংসার,
সময়, পদ, শক্তি
আর- বন্দনা'র নীল পাড় !


ভোরে'র সূর্যোদয়ে-
প্রভাতে'র কুসুম ভীন-রূপ !
দুপুরে'র অলি-তে
ঘর্ম-গ্রহে'র শ্রম-বৈকল্য !
বিকেলে'র প্রকরণে- নেই,
সুরম্য শীতল হাওয়া- বেনারস !
সন্ধ্যা'র মালতিঘনে-
আঁধারে'র গা ফুঁড়ে নামে-না,
জোছনা প্রবাদ !
রাত্রি'র নিশাচরে-
বেনুতি ঘরে পুরে থাকে,
অবারিত সমাধি'র হাত ।


আসবে কবে-
জীবিকা আনন্দ-ঘোরে'র
এক-মুঠো রোদ সাথে করে ?


এলে,
ভুলে যাবো, তবে-
রক্তগঙ্গা, প্রতিশোধ, বুকে'র দহন
আর- মৃত্যু'র বুনিয়াদ !!
=
ম. প্র. (১২-১১-২০২১)
=