=
কবিতা ভরে,
কবিতা'র ঘর-তো পুরে।
কিন্তু-
সাধনে'র ভোজন ভরে, কই?
ডাক দিয়ে তোলা?
আর-
হাক দিয়ে সারা'র, মাঝে- সার কই?
ইতিহাস,
আর-
চোখ দিয়ে, ধরে যাওয়া-
এক হয়-না,
ইনিংসে'র পুরো দৌড়।
লেগে থাকা,
তবু-
অসীম ভর।
বাদ দেওয়া,
আর-
রাগে যাওয়া-
যেহেতু এক নয়।।
=


রচনা-সময়- ০১-০৭-২০১৮
=