=
রূপ সাগরে, ডুবি-না৷
তুই জানিস- কী করে, বলতো?
তুই কী আরো- জানিস,
আমি একা একা শুই,
পাশে কেউ থাকে-না?
পোড়া দহনে পুড়ে,
ছাঁই হই-প্রতিরাত৷
এ কথা- বলি-না তোকে,
বোলে'ই কী- মুড়ে দিস,
তোর আগ্রহে'র দানা-গুলো?
বপন ইচ্ছে, দূরে থাক!
ওদের অস্তিত্বও স্পষ্ট- করিস-না!
কালো রাত-গুলো- বড়ো'ই কালো৷
তোর মুখ দেখা'র- স্বাদ হয়-না৷
তার জের ধরে- তোকে ভাবলেও,
তার- ভাবা্ন্তর হয়-না৷
তুই পড়ে থাকিস- কল্পনায়৷
বিছানায় আসিস-না৷
পাশে শুয়ে, বলিস-না-
আয় মনু, এবার এক-টু হয়ে যাক.......৷৷
=


রচনা-সময়- ০৯-০১-২০১৯
=