=
জলে'র অথৈ বিভোরে, কন্যা'র কী পড়া হয়?
জল-ছবি'র কেচ্ছা, নাকি- মন পাখি'র শানয়?
কফি হাতে, কি সুখ- অনাড়ম্বর সু-বাতাস- নিলয়!
বইয়ে'র পাতায়- মনোযোগে'র আর্তি, পড়ে রয়৷
জ্ঞান-মাজন ভালো-কথা, সর্ব-ব্যাপী সর্ব-জনে সয়৷
আমাদের কন্যা-কুমারী, খানিক তার- ভালো পায়৷
এমন ইচ্ছা, বা- সাধনা'র তুমুল ডাট, যদি দিতে হয়?
তবে- সব-জনে, সব-দেশে, তার- ছবি যেনো- আঁকা রয়৷৷
=


রচনা-সময়- ২৯-১২-২০১৮
=