=
দোষে'র ক্লিনটন আমি নই । তবু-
দোষে'র প্যাগোডা আমার'ই উপর বর্তায় !
ভুলে'র আব্রাহাম আমি নই । তবু-
ভুলে'র মহাভারত আমার'ই উপর- লাইব্রেরী গড়ে !
অন্যায়ে'র হিটলার আমি নই । তবু-
অন্যায়ে'র তীর্থ আমার'ই উপর- সমাধি বানায় !


রাগে'র যে মুদ্রায়- আমার
হ্যারিক্যান ঝড় তোলা'র কথা ।
সে মুদ্রায়- কষ্টে'র প্রাঙ্গণ গড়ে,
বিপরীত আনাকোন্ডা !


না পারি- বর্জনে'র সব দুয়ার
বন্ধ করে- চৌরাঙ্গি হতে ।
না পারি- ধৈর্যে'র ধরিত্রী-সীমা
বৃদ্ধি করে- সহনশীল হতে ।


এই চুনতি-সম উভয় সংকট
লালিত্য-কে বাড়ায়- পরাধীন ।
অথচ- স্বাধীনতা'র আভিজাত্যে
ফুলে'র আরশ হতো- জীবন ।।
=
ম. প্র. (৩১-১০-২০২১)
=