=
পাহাড়ের রূপে, গন্ধে নিয়েছি জন্ম
জানেনি মনতো
লতায় পাতায় বেড়ে উঠি সামন্ত
জবাফুলের মতো।


শৈশব লুকিয়ে থাকে বিস্মৃতির গুহায়
জেনে উঠি যখন সমুদ্র আপন হয়ে যায়।


খাগড়াছড়ির বাঁকে নরম তুলতুলে হাতগুলো নড়েছিলো
ফেলে আসা ভুবনমোহন পার্বত্য তাড়া করে ফিরছিলো।


বৈশাখী মনের নদীগুলো শ্রোতহারা হয়ে পরে
লিঙ্কনীয় গান এখানে তবলাহারা নরসিংদী বিটে।


রোমন্থনের ঘ্রাণটুকু কেবল হৃদয়ের শ্বাস টানে
ফিরে যাবো কোনোদিন অটল পায়ে প্রারম্ভের গাঁয়ে।
=
ম. প্র. (০৯-০৪-২০২২)
=