=
প্রাণ-পাখি-টারে, কষ্ট দিয়ে-
নিজে'ই কষ্ট পাই, বিষম!
অথচ-
কষ্টে'র খোঁজে, একদিন-
কতো-দিকে'ই না ছুটেছে, মনিরাম!
আমরা- মানুষেরা স্বভাবত'ই-
ঘরে রেখে সব-কিছু, বাইরে খুঁজি-
ফাঁকি।।
=


রচনা-দিনঃ ০৩-০৬-২০১৭
=