=
সকল বিপদে- যার হাত-টা বাড়ানো থাকে,
সে পিতা'র ।
সকল সিদ্ধান্তে- যার বার্তা গ্রাহ্য-গণ্য থাকে,
সে পিতা'র ।
সকল প্রয়োজনে- যার মন-টা উদার থাকে,
সে পিতা'র ।
সকল সময়ে- যার চিত্ত-টা সন্তানে'র মঙ্গলে উদ্বেগ থাকে,
সে পিতা'র ।
সকল স্তরে- জীবনে'র ধারাবাহিকে যার অবদান শীর্ষে,
সে পিতা'র ।
জন্মে'র পর কোমল হাত-টি বন্ধনী-তে নিয়ে- হাঁটতে শেখায় যার হাত,
সে পিতা'র ।
সন্তানে'র সুষ্ঠু জীবন জীবিকা'র বন্দোবস্তে, যার অন্তর সর্বদা ব্যাকুল থাকে,
সে পিতা'র ।
সন্তানে'র সকল দুঃখে- যার হৃদয় সমবেদনা'র আর্তনাদে ভরে উঠে,
সে পিতা'র ।
প্রতি-টি পদক্ষেপে- সান্তনা আর- ভরসা'র জমিন যার উর্বর থাকে,
সে পিতা'র ।
জীবনে'র সার্বভৌমে- প্রতি-টি পলে আর- বলে যার বলিষ্ঠ আশ্রয় প্রয়োজন,
সে পিতা'র ।।
=
ম. প্র. (১৮-১১-২০২১)
=