=
চাই-না-তো বলতে ৷
তবু-
বলতে হয়-
প্রেমে'র পিঠে, এক অশ্ব দৌড়ায় !
সেই দৌড়ে, যে- তারে হারায় ?
সে- হয় প্রেমিক ৷
আর-
উপহারে'র পিঠে, এক সমুদ্র ঘুমায় !
সেই ঘুম-কে, যে- জাগায় ?
সে- হয় প্রেমিকা ৷
এ চক্রে,
না- তুমি হলে, প্রেমিকা !
না- আমি হলাম, প্রেমিক !
মাঝখানে,
প্রেম-টা নিজ দরিয়ায়-
ব্যর্থ হাবুডুবু খায় !!
=
ম. প্র. (১১-০৮-২০২০)
=