=
আয়না বেয়ে, উঠে যায়- যাত্রিক...
নেমে যায়- দিশেহারায় ৷
লাফ দেয়- টিভি'র গায় ৷  
সেখানেও অবরুদ্ধ'- এর গান !
খুঁজে চলে, ঠিকানা...
যেখান থেকে, তার ছিলো- আগমন ৷


সব অসাধ্য যেনো- তার কাছে, তুচ্ছ !
কিন্তু- সে জানে-না, পথ ভূলে গেলে,  
পথ'- এর দিশা- ফেরত পেতে লাগে, পথ'- এর নিশান ৷


সে অ-দৃশ্য হতে হতে, কোথায় গিয়েছিলো জানি-না !  
পেয়েছিলো কী- যে পথে এসেছিলো,
সে পথে তার- আবিষ্কার হবার অভিমান ?


শেষে, এই হলো- এক-টি প্রশ্ন'- এর জন্ম ৷৷
=


ম. প্র. (১৭-১০-২০২০)
=