=
সিদ্ধান্ত এক, আর- তাকে সাথী করে, এগিয়ে যাওয়া- আরেক৷
মুগ্ধতা'র কোনো- পরিবার নেই, নেই কোনো- দায়িত্ব-বোধ৷
তাই, পথ ভেবে, পথ-চলা পথিক, হেঁটে যায়- অ-বিচল৷
কর্ম-নামায়- শ্রদ্ধা থাকুক, আর- নাই থাকুক৷
শুধু- বৈচিত্রে'র বিভিন্নতা- শান্তি দেয়-না, মনে৷
চলে যাওয়া-কেও, ফেরানো যায়- সময়ে৷
কিন্তু- ইতিহাস তার সাক্ষর ভূলে-না, কোনো-দিন!
ঘাঁয়ে'র ব্যথা-গুলো, সঞ্চার হয়- প্রতি-দিন৷৷
=


রচনা-সময়- ২৪-১১-২০১৮
=