=
প্রিয় শব্দ-টি সহজ অতি ৷
প্রিয় হওয়া- তারও রবি !
"প্রিয় বাবা" শব্দ দু-টি সেরা'র শ্রুতি !
দায় ও দায়িত্বে সব-চেয়ে বেশী ৷
ঠিকে থাকলে, সু-মহান ৷
হেরফেরে নর-পশু'র সমান ৷
বাবা হলে'ই প্রিয় হবে ?
এমন পুরুষ কোথায়- পাবে ?
সব পুরুষ যেমন- সু-পুরুষ নয় ৷
সব বাবা তেমন- প্রিয় হবার নয় ৷
সূত্র, মায়া, ছায়া'র উপর- ভর করে...
তবু- বাবা শব্দ-টি আত্মিকে,
প্রিয়-কে চতুর মিথ করে, রাখে !!
=
ম. প্র. (২৭-০৯-২০২০)
=