=
জন্ম নিয়ে মানুষ হয়ে মানব সেবায় জুড়ো
সেবার চেয়ে উত্তম পথ্য আর কী আছে বলো?


হরেক রকম সেবা আছে সভ্যতাতে
উদারতার মনটি পারে তার সখ্য হতে।
সভ্যতাকে জানতে, চিনতে হলে সবার
পরের দুঃখে নিবেদিতপ্রাণ হবার দরকার।


রক্ত দানের মতো আছে নাকি নির্ভেজাল দান?
যে করেছে, সে জেনেছে উপলব্ধির পুরোখান।
খরচ নাই, শ্রম নাই, জটিল কোনো বিনিয়োগ নাই,
রক্ত দানের তিন মাসের অন্তর পূর্বের অবস্থায় যাই।
পাওনার অবসাদ নাই পরকালে পূণ্য জমার আদর্শলিপি
আরো আছে পীড়িতের রোগমুক্তি শেষের কৃতজ্ঞতার হাসি।
=
ম. প্র. (১৭-০৭-২০২২)
=