শেষ হ’ল জীবনের সব লেনদেন'- এর আবৃত্তি

মনিরুজ্জামান প্রমউখ (বাস্তবতা'র কবি)
আবৃত্তিটি ২০৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৭/০৯/২০১৯, ০৭:৪৬ মি:

প্রাসঙ্গিক

কবিতা শেষ হ’ল জীবনের সব লেনদেন জীবনানন্দ দাশ

মন্তব্য যোগ করুন

আবৃত্তিটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

   

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত ৮টি মন্তব্য এসেছে।

  • ৩০/০১/২০২০, ২১:৩৮ মি:
    Bad recitation
    • Do you know- what is good version- of recitation?
      If.......?
      Why you don't that?
      Rascal!
      • মন্তব্য করা'র আধিকার' সবার'ই থাকে৷ এ-টা সবাই জানে৷ কিন্তু- মন্তব্য করা'র
        দুই-টা দিক থাকে৷ এক-টি হচ্ছে ভালো, অন্য-টি খারাপ৷ খারাপ-টাকে, ভালো-ভাবে উপস্থাপন করা- রুচিশীল মানুষে'র দায়িত্ব৷ জানা উচিত, যে- মানুষ-কে সম্মান করা'র অধিকার নিয়ে কেউ প্রশ্ন তোলে-না৷ প্রশ্ন, প্রতিবাদ'- এর উৎপত্তি ঘটে, অ-সম্মান করা-তে৷ আর- অ-সম্মান করা-টা ক্ষেত্র-বিশেষে, দন্ডনীয় অপরাধও বটে৷
        এক বা- দু-জনে'র অথবা- কারো কারো যদি পছ্ন্দ' বা- ভালো' না লাগে? লাগতে'ই পারে৷ কিন্তু- সে-টা "Bad recitation" হয় কী করে? কোন মানদন্ডে, এই বিচার? কার মতে? ব্যক্তি মতাদর্শ আর- সমষ্টিগত মতাদর্শে'র পার্থক্য-টা বুঝতে হবে৷ কারো মনে'র মতো- কিছু না হওয়া, মানে- সে-টা খারাপ৷ এই মতাদর্শ হতে পারে এক-মাত্র উন্মাদে'র৷ ভালো না লাগা' বিষয়-টা বীরত্বে'র হয়-না কখনো৷ উৎসাহ' আসে, মনন-শীলতা হতে৷ "Bad recitation" বলা-টা আসে হীনম্মন্যতা হতে৷ আমরা মানুষেরা- বলা-টা'কে গুরুত্ব দিই বেশী- অনুভবে'র অ-দৃশ্য মহল হতে৷

        আশা করি- মগজায়িত হবে৷ অযথা- তর্ক নয়, ভাই৷ তর্কে লিপ্ত হবার সময়- যাপনে নেই৷ অন্য-দিকে, তৃতীয়-পক্ষ৷ ভালো থাকা- হয় যেনো৷৷
      • ১৩/০৪/২০২০, ১৮:২২ মি:
        মন্তব্য করার অধিকার সবাই রাখে।
        আপনার আবৃত্তি সবার ভালো লাগবে এমনটা নয়। আমারো ভালো লাগেনি ।
      • ১০/০৩/২০২০, ০৯:০৭ মি:
        I am really a rascal sir,
        I just commended and that's my right.
        The matter stands now " Crito, I owe a cock to Asclepious,will you remember to pay the debt"
    • ওজনে'র চেয়ে পণ্ডিতি বেশী হলে, তাকে পাণ্ডিত্য বলে-না, খোকা!
Manirujjaman Pramukh's recitation Recitation Of Shesh Holo Jiboner Sab Lenden published on this page.