=
পশ্চাত্‌ ধরে থেকে, আগামী ভাবলে'ই কী- আধুনিক তুমি ?
বর্তমান না ধরে, পলাতক হওয়া যায়-না ৷
যদি- হতো ?
তবে- পৃথিবী স্থির-চিত্র ব্যতীত আর- কিছু'ই হতো-না ৷
দেহে প্রাণ আর- প্রাণে অনুচ্ছেদ, বিচক্ষণ না থাকলে,
কবিতায়- প্রিয়া'র ব্যত্যয়, ব্যতিহার, ব্যত্যস্ত লিখতে কী- করে ?
এসো জেগে ওঠো সময়'- এর সাময়িক শরাব হতে ৷৷
=


ম. প্র. (২৪-০৫-২০২১)
=