=
মেজাজে'র প্লাবন বয়ে যায়- গাছে'র ঢাল গজালে,
অবশ্য- পুণরাবৃত্তি'র খোলস বায়না ধরে, মুড৷
শিশু কাঁদলে, মায়ে'র টনক নড়ে,
করমর্দন পর্ব-টা নিত্য চলে৷
নূতন আবেশে'র মূল্য দিতে হয়, বিশেষ৷
অ-সামঞ্জস্য পিত্ত হতে, কলঙ্কে'র কুয়াশা বের হয়ে, আসবে৷
প্রশংসা'র সনাতন মূল্য-টা এক ভাঁড় চায়ে'র দু-ভূখন্ড৷
আদাবরী হচ্ছে- পেটে ধরে, পিট খুঁড়ো'র মতো৷
পরে'র পর্ব-টা পরিণয় ঘনিষ্ঠ৷
আদমে'র পাঁজর ছিঁড়ে, হাওয়া৷
যন্ত্র বিজ্ঞানে'র বুক গলে, ময়ূরে'র মুখে বেরিয়ে আসে-
উনি'ই আমার................৷
থাইয়ে'র নিচ ঘেষে, ভবিষ্যত্‌ প্রজন্ম৷
চার বয়সে'র হেমন্ত সঙ্গ বি-হঙ্গ রূপে৷
উত্তরণে'র দড়ি টেনে, শেষে-
মাথা-মোটা শেয়ালে'র চোখ এগিয়ে আসে৷  
শীতে'র চাদরে'র নাভি ঝুলিয়ে, যাত্রা- ফেরা'র৷
অটো-তে ভাসা'র পূর্বে'ই, ঢালে'র পুরাতন রং ধরিয়ে দেয়া৷  
বলে, সময় ব্যস্ততায় পেরে উঠিনে৷  
প্রত্যুত্তরে, নিরব সম্পর্ক রক্ষা৷৷
=


রচনা-সময়- ০৭/১২/২০১২
=
মার্জিত রূপ- সংস্করণে৷
=