=
সমুদ্রে'র ঢেউ ভেঙে,
আমিও যাই-
উর্বর জীবন-দানী খুঁজতে ৷  


ফিরে আসি- শূন্য হাতে,
চোখে'র জল'- এর দিবা-নিশি গড়ে ৷


যে যায়- ঐ পথে,
সে হবে- হয়-তো নাবিক,
কিন্তু- আমি যে- কর্মিক ৷


হারানো'র ব্যথায়- কাতর হই-না,
রই প্রশমন'- এর এক-নিষ্ঠ ধার্মিক ৷


ধর্ম-কে বাদ দেই-না,
বিজ্ঞান-কে ছাড় দেই-না,
কাল'- এর সু-মিষ্ট কাব্যিক ৷৷
=


ম. প্র. (১৯-০২-২০২১)
=