=
মিসিসিপির হাওয়ায়
ভোরের শৈশব দেখেও
ভানুমতি হতে পারেননি,
ও শহরের ডেন্টিস্ট।


জলতলের গভীরতা না সামলে,
ঝাঁপিয়ে পরাকে
নির্বোধের মূর্তি ধরে না নিলেও
ওটা বিচক্ষণতা নয়।


দাঁতের হাড়ের ছেদন বুঝলেই
নিরাময়ের ব্যাধ হয় না।
আলোচনার শব্দ মেপে
তার পরিসংখ্যান ধরে যে।
তার আকাশ মহিমায়
চাঁদের বিকিরণ অর্ঘ্য হয় না।
বিরোধীতার অহেতুক কর্মকাণ্ডে
তবু ধন্যবাদের মহড়া থাকে।


কি করে বুঝাই
পথ হেঁটে গেলেই
কেউ পথিক হয়ে যায় না।
তার নিমিত্তে
একরাশ উদ্ভবের জোয়ার লাগে,
গন্তব্যের ঐশ্বর্যে
পাদটীকার প্রয়োজন পড়ে।
তবু ভালো লাগে বলতে,
সীমানা পেরোলেই অসীম ভালোবাসা
আর শ্রদ্ধা অপেক্ষা করে।
যে জানে, আমাদের পৃথিবীতে
সে গ্রাম্য হয়ে থাকে।
=
ম. প্র. (৩০/০৩/২০২৩)
=