=
কবিতা নিজে'র জন্যে, লিখলেও?
তোমার হয়ে পড়ে, কেনো- যেনো!
এর মানে, এই নয় যে- তোমার অনুধাবন-
ব্যতীত কবিতা'র নির্মাণ হয়-না৷
কিন্তু- তাতেও কোথাও, না- কোথাও,
তোমার উপলব্ধি- সারা দেয়, অনির্বাণে'র মতো৷
মূলতঃ সময়ে'র কিছু- সাড়া থাকে৷
ও এক অস্তিত্বে'র পরে, আরেক নামিয়ে রাখে৷
এর ভেতরে'র যে- নিবদ্ধ সময় তাই শুধু-
আমার হয়ে ওঠে ধরা, আর- না ধরায়!
অবশ্য এর ব্যতিরেকে, সব নিয়ামক-
কবিতা'র একান্ত নিজস্ব- পট-ভূমি'র আধার৷
আমার রচয়িতা শুভ্র ছড়াতে, কোনো কার্পণ্য নেই৷
কোন দিকে তার- কতো বিষদ ছড়ালো, তা- অ-জানা থাকুক৷
বেঁচে থাকুক, শুধু- তুমি-জড়িত সব সীমানা'র, আদর সম্ভাষন৷৷
=


রচনা-সময়- ১৯-০১-২০১৯
=