=
বিরিয়ানি আর কাচ্চি বিরিয়ানির
মধ্যকার পার্থক্য কেবল
ঐ টুকু ধরলেই হয়। চুলোর ঘাটায়
একটু বেশিক্ষণ রেখে পোড়াতে হয়।
অস্থিরতা আর দুঃখের মাঝে
যে টুকু ব্যবধান সেটুকুই বোধয়।


এ তো গেলো ধারণার বুকপকেট। কিন্তু
দুধ চায়ের পরিবর্তে স্প্রাইটের স্কোয়াশে
যে টুকু ব্যবধান, তার মিমাংসা হয় কী?
সূত্র মোতাবেক
রহস্য ভেদাভেদ করতে গেলেই
ভবিষ্যতের পৃষ্ঠায় টান পড়বে। সে দিকের
খেয়ালও জীবনের তাপমাত্রার ভারসাম্য।


উপকারের ঘরে তবু
মন পোড়ে না বোলেই সাধ্বির
যে টুকু জমা, তারে পাচার করে দিই
উপযোগের ঠিকানায়।
=
ম. প্র. (২৮/০৭/২০২৩)
=