ধেয়ে আসে কালো মেঘ, ঈশান কোণ  হতে ,
একলা আকাশ আমার কবির,
শেকল পরে সে নত মস্তকে ।
ভাঙা আয়না ,ভাঙা দোয়াত ,,দাঁত বার করে হাসে ॥
কলম তার কালি ফুরায় ,,
সাদা কাগজের বেরঙিন বিশ্বাসে ॥
স্বপ্ন দেখার দিন ফুরায় ,ফুরায় সিগারেটের  ধোঁয়া ,,
বাইরের শহর কোলাহল করে ,,
কেবল চুপ করে থাকে, বঞ্চিত প্রেমের ছোঁয়া ॥
মনের  বাতাস গুমোট হয়  , বৃষ্টি নামে স্নান ঘরে ,
অলীকপুরের অলীক ভাবনা ,
না জানি কেন মনের মাঝে  কাম গড়ে ॥
কবিতা জাগে , কবিতা ভাবে , ক্ষণিক সাফল্য আলো জ্বালে ,,
তারুণ্যের সেই মৃত কবি ,,
চাহিদার চুম্বন আঁকে তার কলঙ্কিত কপালে ॥
উঠতি সমাজ না জানি কোন  অপার্থিব জগতে বাস করে ,,
না পাওয়া যোগ্য অনুপ্রেরণায় ,
হাজার প্রতিভা প্রতিনিয়ত  অকালে পড়ে ঝরে   ॥