যদি আমায় কখনো বুঝতে চাও ,,
একখান, কবিতার বই খুলে দেখো॥
ভিন্ন ভিন্ন পাতায়, যেমন হাজার  আলাদা স্বাদের কবিতা,,
সেরকম আমার জীবনের প্রতিটি অধ্যায় ,আলাদা আলাদা পরিচয়ে সাজানো ॥
কখনো আমি ঝর্ণার মত চঞ্চল নাবালিকা ,,
যার নূপুরের তালে,  তুমি কবিতার মত ছন্দ খুঁজে পাবে॥
কখনো আমি শান্ত , গভীর যৌবনা ,,
যার চোখের চাহনী , কবিতার মত তোমার  তৃষ্ণা মেটাবে ,,
কখনো আমি ধীর , স্থির প্রাক্তন মানবী ,,
যার হাতের ছোঁয়া, কবিতার মত শান্তি দিয়ে যাবে মনে ॥
আমি কবি,, তোমার জীবনের প্রত্যেক পরতে পরতে আমার কবিতার ছোঁয়া থাকবে ,,
তুমি সাজবে,, আমি তোমায় কথা দিয়ে সাজাবো ,,
তুমি হাঁসবে ,, আমি ছন্দের মালা গাঁথবো  ॥
তুমি ভালোবাসবে ,, আমি তোমায় প্রেমের চাদরে জড়িয়ে দেবো ,,
তুমি বিচ্ছেদ  বেদনা পাবে,, আমি তোমার কষ্টগুলোকে কালির আঁচড়ে ভরিয়ে দেবো॥
তুমি আমাতে মেশো , আমাকে বোঝো , আমার কাছে আসো ,,
কথা দিলাম, তোমার একলা দিনে গুণগুনিয়ে তুমি বলবে," শুধু আমায় ভালোবাসো "॥