আমি দাঁড়িয়ে চেনা রাস্তা হতে বহু দূরে ,,
খরস্রোতা কোনো দিকভ্রান্ত নদীর কূলে ,
নাম না জানা কোনো অচিন প্রান্তরে ॥
কখনো রঙিন ফুলের সমারোহ ,
কখনো চির সবুজের প্রশান্তির চিত্রপট ,
কখনো রুক্ষ পাথরে নিশ্চিহ্ন হওয়া নদীখাতের বিরহ ॥
মালভূমির ধোঁয়া ওঠা ঝড় হাজার ধূলিকণা মাখা ,,
মন জ্বালানো ছাই ঘুরপাক খায় মরুভূমির মাঝে ,
নদীর কুলকুল ধ্বনি বোঝে না কোথায় কবিদের অসুখ রাখা  ॥
সাজানো গল্পের সুর উড়িয়ে নিয়ে যায় দুরন্ত বাতাস,,
স্বপ্ন দেখা বারণ নুয়ানো পাহাড়ের চূড়া ,
তাই  ছোঁয়াহীন  আজ তারই নিজস্ব আকাশ ॥
ব্যর্থতা ভরা গতিহীন বিস্মৃত হিমবাহ ,,
শিশির লাগানো ধুলোমাখা শহুরে সবুজ পাতা ,
যান্ত্রিক মানুষের ভিড়ে আমার অস্তিত্ব দুর্বিষহ ॥