আজ মন কেমনের দিন ,,
এত দূর হতে ,
হয়তো তোমার ছোঁয়া পাওয়া কঠিন ॥
আমার সকাল গুলো তোমার গায়ের গন্ধ লাগা ,,
হটাৎ লোডশেডিং এ ,
তোমার বুকের মাঝে আমায় আগলে রাখা ॥
বাবার রাগী চোখের চাহনীতে যখন বুক ঢিপ ঢিপ ,,
তোমার পেছনে আড়াল খোঁজা
আমার, আজ খুব প্রিয় ঐ ভরাট কপালের  লাল টিপ ॥
তোমার হাত ধরে স্কুলে যাওয়া ,
আমার সব পাওয়ার কারণ ,
তোমার হাজারও  অপূর্ণ থাকা নিজস্ব চাওয়া ॥
তোমার হাতের ছোঁয়া লাগা  রান্নার স্বাদ ,
খুঁজে না পাই আজ কোথাও ,
বড় হওয়ার সাথে সাথে  তোমার হতে পড়ছি বাদ ॥
তোমার অভিমানেও শুধু ভালোবাসা ,
আমার সাফল্যের মাঝে ,
তোমার  নিজের পরিপূর্ণতা খুঁজে পাওয়ার আশা ॥
হয়তো কোনো দিন  বলা হয় না ,
আজ নিজের লেখার মাঝে বলি,,
একমাত্র তোমায় সবচেয়ে বেশি ভালোবাসি  মা ॥