নাইবা পেলুম কবির দরজা ,
নাইবা পেলুম সঙ্গ তোর ।  
নাইবা পেলুম খেতাব ভরা
শব্দ, তব অঙ্গ মোর ॥
প্রবাদ ,প্রবন্ধ, নাট্য, কাব্য ,
অগণিত সাম্রাজ্য হেতা ,,
চলে বিচিত্র নিজস্বী রচনা ,
ভন্ড সব রাষ্ট্র নেতা ॥
দেরি যদি হয় সূর্য  উদয়ে ,
তবু প্রবাদ প্রতিম রচনা হোক ॥
না জানি কত আগামী আলো ,
মিটিয়ে দেবে প্রাচীন শোক ॥
বিদ্রোহ হোক , আগুন লাগুক ।
ভাংগুক  হাজার মনের আঁধার ,,
হাতে কলমে কাগজ সাজুক ,
বাঙালি বুঝুক, বাংলার বাহার ॥
চিত্ত যেথা ভয় শূন্য ,,
কবির লেখা জাগায় নেশা ,,
নড়বড়ে সেই কবির কলম ,
আনছে ক্রান্তি , জাগরণের আশা ॥