রাত বাড়ে , দূর  হতে শোনা যায় ফেউয়ের ডাক  ,,
ঝিঁঝিঁ পোকার আর্তনাদ ভাঙে  নিস্তব্ধতা  ,
গরম নিশ্বাস, কখন অজান্তেই হিমশীতল হয়ে ওঠে ॥
শহুরে বহুতল হটাৎই অন্ধকার মৃত্যুপুরীর আকার নেয় ,
ঘুমন্ত কুকুর না জানি কিসের ভয়ে শিউরে ওঠে বার বার ,,
সে কি, ফিরে এলো আবার ??
ধোঁয়া ওঠা কাপ হারায় নিজের উত্তাপ ,
ভীর করে আসে কালোমেঘ ,
গ্রাস করে নিভন্ত চাঁদের আলো ,,
হায়নার তীক্ষ্ণ লোলুপ দাঁত লাল সাজ নেয়,
রক্তাক্ত পড়ে থাকে কোন নাবালিকার দেহ ॥
তুমি চুপ, আমি নিশ্চুপ   ,,
অভিনয় শেষ ,, মুখোশ খোলার পালা এবার ,
সত্যি কি, সে ফিরে এলো আবার ??
কালো  চুলের শিরশিরে অনুভূতি লাগে শরীর জুড়ে ,,
তুমি ভয় পাও ,আমি  দেখাই, বিকৃত হাসি হেঁসে॥
নিশির ডাক রাস্তা ভোলায় আজ ,
বহু বছর আগে হারিয়ে যাওয়া চেনা গলার স্বর ,,
চাপা নিশ্বাস ফেলে ,নাম ধরে  ডাকে তার ,,
আমি জানি ,,সে ফিরে এসেছে আবার ॥