আমি কতো  বার  চেয়েছি ,
মনের  মাঝে, তোকে কাছে টেনেছি,,
এই রোদ জুড়ানো  চোখ ,
অজানা ভালোবাসা, আবার হোক ॥
আমি কতো  বার চেয়েছি ,
রামধনু এ গায়ে মেখেছি ,
সবুজ ঘাসের চিহ্ন থাক ,,
আমার হাতে, তুই রাখিস হাত ॥
আমি কতো বার  চেয়েছি ,
আকাশে ডানা মেলে উড়েছি ।
খড় কুঁটোয় সাজিয়েছি ঘর ,
সাঁঝের খেলা ভাঙার পর ॥
আমি কতো  বার  চেয়েছি,
গলির বাঁকে  রাস্তা হারিয়েছি ,
ভেবেছি খুঁজবি বোধ হয় আমায় ,,
না জানি কোন ভুল ভাঙার অপেক্ষায় ॥
আমি কতো  বার  চেয়েছি,
হাজার ফুল কুড়িয়ে নিয়েছি ,,
সাজবো তোর খোঁপায় আবার ,
আজ অধিকার নেই বুঝি আমার ॥
আমি কতো  বার  চেয়েছি,
ঘুড়ির লাটাইয়ে যট পাকিয়েছি ,,
বুঝি এই নামবো তোর ছাদে ,
তুই কুড়িয়ে নিবি আঙুলে ॥
আমি কতো  বার  চেয়েছি,
অজানা ফুল হয়ে ফুটেছি ,,
ভেবেছি প্রেমে পড়বি আমার ,
মাড়িয়ে যাওয়াটা কি খুব ছিল দরকার ॥
আমি কতো বার  চেয়েছি,
বৃষ্টি হয়ে ঝরে পড়েছি ,
ছুঁয়ে ভিজিয়ে যাবো তোকে ,,
তোর গন্ধে মোড়াবো নিজেকে ॥
আমি কতো  বার  চেয়েছি,
ছাদের সিঁড়ি হয়ে দীর্ঘ প্রতীক্ষায় থেকেছি ,
এই বুঝি তুই  আমার কাছে এলি ,
খোলা আকাশে হাত বাড়ালি ॥
আমি কতো  বার  চেয়েছি,
নিজের ছবি , নিজে পড়েছি ।
এত ক্যাবলা হয়েছি কেন ,
তোর জন্য হায় , এ প্রেম বন্য॥