না জানি কেন দেখা হল আবার ,
তোর সাথে আমার,
না জানি কোনো কথা ছিল বুঝি বাকি,,
তবে বলা হয়নি আজও জানিস,
স্নেহলতা , আমি তোকে ভালোবাসি ॥
দুই কামরার তোদের ফ্ল্যাট ,
পড়ার টেবিলে আটক দুজন,
তোর উচাটন না জানি কি নিয়ে ,,
আমার প্রেম বইয়ের এপারে বন্দী ,
স্নেহলতা , তোকে বড্ড ভালবাসি ॥
তোর নব যৌবন লাগা হাসি ,
তোর কাজল ছাড়া চোখ লাগে বাসি ,
তোর  এলো চুলে হওয়ার দোলা ,,
তোর  সাইকেল হাতে স্কুলে যাওয়া,
কলেজ শেষে ছুট্টে তোর বাড়ি যাওয়া ,
কিছুই হয়নি তখন রাজি
বলতে, স্নেহলতা কেবল তোকেই  ভালবাসি ॥
সময় গেছে , কিছু আছে , কিছু হারিয়েছে ,,
তোকে পড়ানোর ভার গিয়েছে চলে ,
এলোমেলো গোঁফ দাঁড়ি চুলে ,চাকরি খুঁজি পথে পথে ,
এই বুঝি তোর সময় হয়ে এলো যাওয়ার ,
তাই একটা সামান্য চাকরিও খুব দরকার ,,
তোকে জানানো যে তখনো বাকি ,
স্নেহলতা , তোকে নিয়ে ঘর করতে রাজি ॥
দেশ এগোলো , যুবক রইল অনাহারে ,
তুই চলে গেলি অন্য কারো স্নেহলতা হয়ে ,,
তবু পথে ঘুরি , যদি দেখা হয় নজর নেব এড়িয়ে ,
হায় আজ তোকে দেখে বুঝলাম, মন এখন চায় ,
স্নেহলতা , তুই আমারও হতে পারতিস শুধু বলতে ॥