বন্ধুত্ব বড়ো কঠিন জিনিস,,
যার গভীরত্ব হয়তো অনেক,
কিন্তু স্থায়িত্ব বড়োই অস্থির।
ভিন্ন মানবের, ভিন্ন পরিচয়ের
বন্ধুত্বের অস্তিত্ব ভিন্ন ভিন্ন।


কখনো প্রগাঢ়, কখনো ক্ষণস্থায়ী,
কখনো অটুট,কখনো কেবলই একটুকরো হাসির।।
প্রেম হয়, প্রেম ভাঙে,, মানুষ তার জন্য কাঁদে,
কখনো কি বন্ধুত্ব ভাঙার আওয়াজ শুনেছ?
বুঝেছো কখনো বন্ধু ছাড়া একা রাস্তায় হাঁটার অনুভূতি??
কখনো কি বন্ধুত্বকে হারতে দেখেছো??
নারী পুরুষের চুম্বন কেবল প্রেমে স্থায়ী,
বন্ধুত্বে সেই চুমু পরকীয়া, অপরাধী,,
প্রেমে বলিদান বন্ধুত্বের হাজারো হয়,
বন্ধুত্বে কখনো প্রেমকে বিসর্জন দিতে দেখেছো?


বন্ধুত্ব অর্থে নষ্ট,, বন্ধুত্ব প্রেমে নষ্ট
বন্ধুত্ব দূরত্বে নষ্ট,, বন্ধুত্ব অবিশ্বাসে নষ্ট।।
এ কেমন বন্ধুত্ব যা সময়ে নষ্ট।।।
বন্ধুত্বের প্রেম ,, তার নেশা যে প্রগাঢ়।।
বন্ধুত্বের টান তার অস্তিত্ব যে অবিচল ভাবে স্থির।।
সত্য বন্ধুত্বে যে কাম নেই, লিঙ্গ ভেদ নেই, নেই জাতি ধর্ম।।


হায়! অত্যাধুনিক মানবজাতি তোমার হাজারো আধুনিক প্রযুক্তির মাঝে,,
বন্ধুত্ব বড়োই সীমাবদ্ধ, তাই তুমি আজ সত্য বন্ধুত্ব হতে চিরতরের ন্যায় চিরবিছিন্ন।।