হে , মানব জগৎ
সমাজের চলতি নিয়মে আমার নাই  বা হোক স্থান ,
আমি ব্রম্ভার  অংশ ,,
তাঁর শরীরেই  আমার অবস্থান ॥
আমি তোমার মনের আয়না হতে পারি,
তোমার নিজেকে চেনার প্রশ্নের উত্তর হতে পারি ,,
আমি তোমার মনের গরল পান করতে পারি ॥
আত্মার সাথে মৃত্যুর যোগ অবিনশ্বর ,,
জীবন ধারণের রীতি আপেক্ষিক ॥
লজ্জা, ঘেন্না, ভয়,, পরাজিত  ক্ষুধার সামনে ,
যুদ্ধের ডঙ্কা বাজে দিগ্বিদিগ ॥
আত্মার সাথে আত্মার লড়াই ,
জীবনের সাথে অস্তিত্ব ,,
জ্ঞানের সাথে পরিস্থিতির লড়াই ,
শরীর কেবল কার্যে নিযুক্ত ॥
মানুষ তুমি সন্ন্যাসী হও ,,
পান কর তুমি বিষ ,,
মায়ের দুগ্ধ  ক্ষুধার্তের জন্য,,
তুমি সমাজে দুর্গন্ধ ছড়াও অহর্নিশ ॥
অতীতের পিশাচ আঁচড় কাটে ,,
গভীর ক্ষত বুকে ,
আমি ঔষধি তোমার মনের জানি ,,
ব্যর্থ প্রেম লেগে চিবুকে ॥