হটাৎ ই  তার প্রবেশ,
বন্ধ  এক কুটিরে ,,
অজানা এক নন্দন কাননে,
নিস্তব্ধ গাঢ় অন্দরে ॥
ঘুরে ফেরে সে ,
লাগায় ছোঁয়া, রঙিন আলোর ,,
খুঁজে মরে সে ,,
উৎস যেথা, বেজায় কালো ॥
হন্যে হয়ে খুঁজতে গিয়ে ,
পায়  কুড়িয়ে এক নক্সী আয়না ,,
তার মাঝে এক দস্যি মেয়ে ,
বন্দী দশা তার, আর সয়না ॥
দেখতে পেয়ে রাজার কুমার ,
না জানি , সে কত স্বপ্ন বোনে  ,,
রাজকুমার যায় উপায় খুঁজতে ,,
সাত সমুদ্রের ঈশান কোণে ॥
দিন ফুরায় ,মাস ফুরায় ,
নাজানি কত কথা ফুরায় ,,
মিলন হওয়ার মিথ্যে আশায়
গল্প বুনার, সুতো  ফুরায় ॥
তাও  বছর বছর ফিরে আসে ,
রাজকুমার তার বন্দী প্রেমের কাছে ,,
প্রায় বন্ধ হওয়া মনের দরজায় ,
রঙ্গীন পাতা আনে, মৃত গাছে ॥
হয়তো সব সমাপ্তি, হয়না ভালো ,
পায়না উপায়, মিলন হওয়ার ,,
কিন্তু জীবন চলে নিজের তালে ,
স্মৃতির পিছুটান খোঁজে, রাস্তা ঘরে ফেরার ॥