খেলবি নাকি পুতুল নিয়ে ,,
রাজা আমরা হব ,
যুদ্ধ যুদ্ধ খেলার মাঝে ,
প্রজা হাজার মারবো ॥
গাছের ডালে চড়বে রাজা ,
লোহার কয়েন সোনায় মোড়া ,
গরীব মানুষ  পেঁয়াজ ,মূলো ,
মিথ্যে গল্প , মন্ত্রী ভুলো ,,
বাজবে ডঙ্কা , উড়বে ওড়না ,
গামছা কোমরে তরোয়াল ঝোলা ,
লড়াই মাঝে ক্লান্ত হলে,
পুতুল আলুর চচ্চড়ি বানাবো ॥
খেলবি নাকি পুতুল নিয়ে ,,
বোকা ওদের বানাবো ॥