শূন্য ঘর, শূন্য অনুভূতি ,,
নিজেকে নিজে খুঁজবার ব্যাকুল প্রচেষ্টা,
দিনের অন্ধকারে হাতড়ে বেড়াই ভবিষ্যত ,
এক বুক নিশ্বাস ভরা, জীবনের তেষ্টা ॥
কখনো কবি, কখনো আঁকা ছবি ,,
ব্যঙ্গ চোখে তাকায় আমার দিকে ,
কখনো পাশবালিশ, নিজেকে লেখা নালিশ ,,
জীবনের মধ্যগগণে রঙের ছটা আজ ফিকে ॥
তাও এগিয়ে যাই , একটা করে দিন কাটাই ,
আকাশ হতে কল্পনা আসে নেমে ,,
আসার জাল বুনি , বোকা যন্ত্রে চোখ রাখি ,
যদি অচেনা বন্ধু, কুড়িয়ে দেয় এনে ॥
একাকীত্বের মাঝে ডুব সাঁতার কাটি ,
হেঁসে বলি , আমি খুব ভালো আছি ,,
তুমি খোঁজ রাখোনি আমার মনের গোপনের  ,
তবু জানো ,আমি আরও একটা দিন বাঁচতে রাজি ॥
একলা ভিড়ে দাঁড়িয়ে থাকা প্রেত ,
আমার  নাই জন্ম , নাই মৃত্যু ,,
তোমার মাঝে নিজেকে খোঁজার বোকামি ,
একই জটিল জীবন রেখা ধরে চলা আমৃত্যু ॥
গোল গোল ঘুরে যাই ,
নিজের চিন্তার জালে নিজেকে জড়াই ,,
আয়নায় দেখি অন্যের প্রতিবিম্ব ,,
শুধু চেষ্টা জেতার ,আরও একটা দিন বাঁচার লড়াই ॥