যদি তুমি ভালোবাসতে চাও ,
আমি ভালো বাসতে পারি তোমায় ।
যদি তুমি কাছে আসতে চাও ,
আমি কাছে টেনে নিতে পারি তোমায় ॥
যদি তুমি বৃষ্টি হয়ে ঝরে পড়তে চাও ,,
আমি সারা গায়ে মেখে নিতে পারি তোমায় ।
যদি তুমি আমার জীবন হতে চাও ,
আমি আবার ফিরিয়ে দিতে পারি তোমায় ॥
কিছু মানুষ , কিছু সময় ,,
কিছু ব্যথার অকাল নিরাময় ,
কিছু শব্দ , কিছু গান ,,
পিছু ফেলে আসা মিথ্যে অভিমান ॥
যদি তুমি নরম তুলি হতে চাও ,
আমি নানান রঙে, রাঙাতে পারি তোমায় ।
যদি তুমি মনের বাগান হতে চাও ,
আমি কল্পনার ফুলে সাজিয়ে দিতে পারি তোমায় ॥
যদি তুমি গানের কলি  হতে চাও ,
আমি বাউল হয়ে গলায় সাজিয়ে নিতে পারি  তোমায় ।
যদি তুমি আমার মন হতে চাও ,
আমি পুড়িয়ে নিঃশেষ করে দিতে পারি  তোমায় ॥
কিছু প্রেম , কিছু  রাত ,,
কিছু না বলে ছেড়ে যাওয়া হাত ,
কিছু স্বপ্ন  , বেকার সব ই  তা  ,,
কিছু শেষ না হওয়া হাজার  কবিতা॥