ধরো, যদি সব ভুল হতো,
তুমি, আমি সব কেবল মিথ্যে,,
বাস্তব বলে কিছুই নেই,
অস্তিত্বহীনতাই ধ্রুব সত্য।।
প্রেম, ভালোবাসা ক্ষণিকের ভাবনা,
কাম অন্তহীন পরিণতি,,
শুভ পরিণয় মানসিক ভ্রম,
জীবনের আগুনে, প্রেমের আহুতি।।
ভাবো, জীবন নতুন করে হয়তো ভাবতেই শেখেনি,
বা হয়তো সভ্য, লোভী মানুষ তাকে ভাবতে দেয়নি,,
সময়ের পিশাচ কাঁটা ঘুরিয়ে গেছে কেবল,
কখনো এগিয়ে, তো কখনো পিছিয়ে দেখেছে শুধু একই ছবি,,
স্বপ্ন কেটেছে জীবনের লাল সুতো,
চোখ খুলে দেখো সামনে রুক্ষ মরুভূমি।
যেখানে না আছে জল, না আছে স্পন্দন,,
বালির স্রোতে হাতড়ে খুঁজো ঢেউ,
আমি হয়তো তোমারই মত দেখতে, মিথ্যে সময়ের অচেনা কেউ।।