তুমি কি জানো,, কি চলছে এই শহরে??
হেথা নিত্যনতুন  প্রেক্ষাপটে ,,
আঁক কাটছে , প্রধান হুজুরে।।
রাত্রি দিন খাটছে মজুর,,
ফেলছে ঘাম, পড়ছে মুগুর,,
দিন আনি দিন খাইয়ের দেশে,,
বলছে উন্নয়ন আনরে।।।
তুমি কি সত্যি জানো ,,কি চলছে এই শহরে??
শিক্ষা দীক্ষা নাইবা হলো ,,
পেটের ভাত নাইবা এলো,,
ধর্মের জোশ বাতাসে বইলো,,
জীবন চালানো দায় রে,,
তুমি কি সত্যি জানোনা,, কি চলছে এই শহরে??
দাঙ্গা হাঙ্গামা মারামারি,,
রক্তের গরম গা জোয়ারি,,
নিরীহ শ্রেণীর মৃত্যুর সারি,,
সৃষ্টি বৃথা এই দেশে হায়রে,,
তুমি জানবে কবে ,, সবই নষ্ট এই শহরে।।।।