বসন্ত এসে গেছে ,,
রঙিন আলোয় রাঙ্গছে আমার শরীর ,,
মাখছি তোমার কন্ঠের স্বর ,
বাঁশির সুরে সুরে ,  হওয়ায় ভাসছে আবির ॥
মসৃণ মহাসমুদ্রের মাঝে ,
বিলীন হওয়া তোমার অনুভব ,,
মিশছে নদী ,ভাঙছে ঢেউ ,,
নীল রঙে রাঙানো তোমার বৈভব ॥
আগুন জালা সূর্য , বুনছে বাসা ,,
বৃষ্টির জলে সিক্ত হচ্ছে মন ,
দাঁড়িয়ে আমি তোমার দরজায় ,
মরুভূমি করছে আজ চেতনাকে বহন ॥
রক্ত শুকোচ্ছে রক্তের গায়ে ,
আমি দুলছি  ভাঙা দোলনায় ,,
ফুল ঝড়ছে তৃণভূমির মাঝে ,,
স্বর্গ -মর্তের মাঝে তুমি দোটানায় ॥
তুমি বাঁচছো আমার মাঝে ,
ঈশ্বর তুমি আমাতে রাখা ,,
নষ্ট আমার দেহ ,
আমার সত্তা তোমার প্রেমে ঢাকা ॥