তোকে চাইতে ইচ্ছা করে না ,
শুধু পাওয়ার ঝোঁকে,,
চাইতে চাইতে কখন পৌঁছে গেছি,
সেই হারানো নদীর বাঁকে।।
শেষ রাতে ছুঁয়ে ছিলাম তোকে,
আমার এই অন্ধকার মনের কোনে,
প্রাণ খুলে নিশ্বাস নিয়েছিলাম,
তোর গন্ধ পাবো বলে।।
টুপটাপ জল পড়ার শব্দ,
আর আকাশে মন কেমনের আলো।।
আমার শরীর জুড়ে  লেপা তুই,
ঘন মেঘের রং কালো।।
আমার সাজানো খোঁপা চুলে,
আজ চাঁপা ফুলের সাজ,,
ঠোঁটে মাতাল গোলাপের লেপ,
আর চোখে কাজল লতার লাজ।।
আমার চারিপাশ জুড়ে জানিস ,
কেবল তুই আর শুধুই তুই ,,
ঝড় উঠলো বুঝি দেখ ,
ঈশান কোন জুড়ে ওই।।
তুই নিজের রাধার প্রেমের সুরে মাতোয়ারা,,
তাও আমার তোর সখি হওয়ার সাধ, যে আজ পাগলপারা ।।