ভেজা ভেজা আদর মাখা দিন,
তোমার সাথে দেখা হয়েছিল আমার,,
নরম আলো মাখা আমার শরীর,
তোমার অস্তিত্ব পরিচয় দেয় নিঃসঙ্গতার।।
কালো পুকুরের জলে চেনা নীল বাড়ির ছায়া,
তোমার চোখের তারায় দেখা আমার কপালের টিপ,,
গুমোট মেঘ ভরা মনের দোয়াতে,
তোমার নাম লেখা রক্তাক্ত ফাউন্টেনের নিব।।
ঝোড়ো দাপটে উড়ে যাওয়া নারকেলের পাতা,
আর ভেসে আসা তোমার চেনা গন্ধ,,
চিন্তার জালে তলিয়ে যাওয়া চেতনা,
অতীতের নেশা লাগা বিষে আমি মগ্ন।।
ঘূর্ণিপাক খাওয়া মন্থর ধুলার রেশ,
অশ্লীলতায় ভরা তোমার নগ্ন হাসি,,
সব ঘোর কাটায় আমার লালসার,
অবোধ হয়ে শুনি কোন হৃদয় ভাঙা রাধিকার বাঁশী।।
গর্জে ওঠা আহত বাঘিনীর ন্যায় বিদ্যুৎ,
নাজানি এ তোমার কোন প্রেত দর্শন,,
নিজের গড়া আয়নার মাঝে দাঁড়িয়ে,
নতুন ভাবে শুরু আজ আত্ম চর্চার আবাহন।।