ভরসা থাকুক , তোমার মাঝে ,,
ভরসা থাকুক, শহরের রাতে ,
ভরসা থাকুক, প্রেমিকের বুকে ,
ভরসা থাকুক , বৃষ্টির জলে ॥
হাত ধরতে ,লাগে না শধুই মানুষ ,
লাগে দুটো বাঁধন ছাড়া পাগল মন ।
নদীর স্রোতের মতো , নয়তো
কানু পাগলের একতারার সুরের মতো,
চঞ্চল ,অস্থির ভাবনা নিয়ে এগিয়ে চলা বেকার জীবন॥
আকাশে তুলোর মতো মেঘ ,নিচে কাশ বনের হিল্লোল ,,
মাঝে রেলপথ , বড় চেনা ছবি, চেনা অনুভূতি ,,
শুধু কাগজের মুকুট , হারিয়েছে তার উত্তরাধিকারী ॥
বড় অট্টালিকার মাঝে, ক্ষুদ্র শোয়ার ঘর ,,
স্বপ্ন বোনার বুঝি বিশাল কারখানা , চার চাকার চিলচিৎকার ,,
ধোঁয়া মাখা হাওয়ায় , অস্পষ্ট তোমার মনের ঠিকানা ॥
বিকেলের কোকিলের সুর ,রাতে ফেউয়ের গুঞ্জন ,
একা রাতে ক্লান্ত শরীর,, নক্সী কাঁথার ওম জড়ানো বারণ ।
কেন এ রাত্রী ঘুম মাখায় না চোখে , কেন এই শহর বুঝতে চায়না প্রেম ,,
কেন সে আমার হতে চেয়েও , ছেড়ে গেছে জীবনের শেষ ট্রেন ॥