তুমিও তো হাতটা ধরতে পারতে,
ছুঁয়ে যেতে চোখের কোণ ,,
অগোছালো চুল গোছানোর বাহানায় ॥
অভিমানী ফোলানো দুই ঠোঁটে ,,
তোমার আদুরে  চুম্বনের আক্রমণ ,
ধীর লয়ে শিহরণের ছন্দ তুলতো ,,
আমার সারা শরীরের প্রতি রোমে ॥
তোমার সব বাহানার সুর মিশে যেত,
নিলকন্ঠীর অচেনা ডাকে ,,
নিজের সঙ্গীকে নিয়ে ঘরে ফেরার,
উত্তেজনায় ভরা সেই আওয়াজ ॥
জিজ্ঞেশ করতে পারতে আমায়  ,
যদি অভিমান করলে দূরে যেতে হয় ,,
তাহলে এতো  যে  ভালোবাসি ,,
তাতে আরো বেশি করে কাছে আসা যায়না ??