কত তারাবাতি জ্বলে ,
কত অপেক্ষারত বারান্দাতে,,
কলকাতার ঠাণ্ডা মেশা রাতে,
স্ট্রীট লাইট মাখা গোপন গলিতে।।
তোর দেখা পাওয়া কোচিং ক্লাসে,
কখনো বা আমার আধো ঘুম স্বপ্নে।।
স্কার্ট পরা আমার কিশোরী হয়ে ওঠা,
তোর ছোঁয়া লাগা অমর্ঘ্য লগ্নে।।।
কত নাম না জানা অকাল দুপুর,
মুহুর্তের ছোঁয়া সাইকেলে হাত রেখে।
কল্পনার অলীক সুখ,
নিজের কোলবালিশে মাথা রেখে।।
কখনো কলেজ স্ট্রীট, কখনো ময়দান,
কখনো দুর্গাপুজো,কখনো রমজান,
কখনো চিকেন কাবাব, কখনো আলুকাবলি,
কখনো টক লজেন্স  সাথে  আধখানা রাবড়ি ।।
তোর ঠোঁটে  ছোয়ানো,
কাউন্টারে মারা সিগারেটের গন্ধ,
তোর গল্পে ভরা ,
আজ আমার ডাইরির পাতাগুলো সব বন্ধ।।
শহরের প্রেম, শহর নেয় ছিনিয়ে,,
বয়স বাড়ে , স্বপ্ন নেয়
একাকীত্বের সাথে মানিয়ে।।