চাঁদ লেগে থাকা রাতের আকাশ ,
হাজার তারা জড়ানো আমার স্বপ্নের দেওয়াল ॥
সঙ্গে রূপকথায় মোড়া ধূমকেতু ,
আর গল্প মাখানো ঝুড়ি ভরা আমন চাল॥
রহস্য ভরা ঝরে পড়া তারা ,,
বেখয়ালি আমার মন ॥
কুড়িয়ে নিয়ে আঁচল ভরে ,
লজ্জা মেটায় তার দগ্ধ আবরণ ॥
ফিরিয়ে দেয় সে আমার আকাশে ,
তার হৃদয় ভাঙা রাতের আলো ,,
আমি জ্যোৎস্না হয়ে পথ দেখাই,
হোক না যতই  আমার মায়াবী চোখটা কালো ॥
নূপুরের মত রিমঝিম সুর তুলে
স্ট্রিট লাইট মাখানো  বৃষ্টি হয়ে ঝরে পড়া ,
কখনো হামাগুড়ি দেওয়া কালো মেঘের পানে ,,
ঘুম জড়ানো তৃষ্ণার্ত চাতকের নজর কড়া ॥
প্রেম লাগা নিষ্পাপ অতৃপ্ত  শরীরের মত ,
একলা অচেনা রাত খোঁজে তার প্রেমিক ,,
আমি না জানি কখন ,বাড়াই হাত বন্ধু চিনতে ,,
আঁধো আঁধারির গলির মুখে তোর উপস্থিতি আজ ও অলীক ॥