তুমি কি প্রশ্ন , নাকি উত্তর ,
যাই  হও ,  আমি চললাম  রাস্তার উদ্দেশ্যে,  
স্বপ্নের রঙ্গীন জুতো জোড়া  গলিয়ে ॥  
তুমি বরং তাল পাতার  ছাউনি  হয়ে ,  
আমাকে  আড়াল কোরো প্রখর রোদে ।  
যখন তৃষ্ণার্তের  ন্যায় চেয়ে রইব  তোমার দিকে ,
তোমার উপেক্ষা,  আমার যাত্রা পথকে আরো মসৃণ করে তুলবে ॥  
হাতের কলম আর বুকের দীর্ঘশ্বাস , সঙ্গী হবে এই ভবঘুরের ,
নেচে উঠবে কমল রাঙা  জল, ঢেউ ছলকে পড়বে পায়ে ,
আমি আশ মিটিয়ে নেব , বন্ধুত্ব  হবে  পানা  দীঘির সাথে ॥  
মাঝে মাঝে খিদে মেটাবে মলিন হয়ে যাওয়া স্মৃতিগুলো ,
আমি ঝেড়ে নেব, আমার  ধুলো পড়া মনের তাক ,,
সাজিয়ে দেবো সদ্য পেড়ে আনা আমের মুকুল দিয়ে ,
বেল ফুলের গন্ধে যে, শ্রাবণ নামে ঠুনকো কাঁচ বেয়ে ॥  
ঘন শাল সেগুন মাঝে , রতি ক্রীড়ায়  ব্যস্ত নর নারী ,
দু দণ্ড বসবো তারই পাশে , কল্পনাতে আসবে তুমি আবার ,
তোমার চুলের অল্প দোলা  খেয়ে , ভাঙবে  অলীক নেশার  ঘোর ,
রাস্তা হারাবো , রাস্তা চলার মাঝে , উত্তর  না হয় প্রশ্নেই জমা থাক ॥